ব্রেকিং নিউজ :
নির্বাচন নির্ধারিত সময়েই হবে, পেছানোর প্রশ্নই ওঠে না: ড. আসিফ নজরুল
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের বিষয়ে সরকার অটল অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি স্পষ্ট করেছেন, ঘোষিত সময় থেকে নির্বাচন পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মানগত উন্নতি না হওয়ায় এখনও তারা নানা ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশন (ইসি) সংস্কার বিষয়ে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে আইন তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই তা প্রণয়ন করা হবে।