ব্রেকিং নিউজ :
নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে পিআর পদ্ধতির প্রয়োজন: হামিদুর আযাদ
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সুষ্ঠুতা নিশ্চিত করতে পিআর (প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন) পদ্ধতি গ্রহণ অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গত নির্বাচনে যেসব অনিয়ম দেখা গিয়েছে, পিআর পদ্ধতি চালু হলে সেগুলো প্রতিরোধ করা সম্ভব হবে।
শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
এ সেমিনারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সকল রাজনৈতিক দলকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে মতভেদ থাকতে পারে, তবে নির্বাচনের গুরুত্ব বিবেচনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এবিই পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, নির্বাচনের পদ্ধতিটি তেমন বড় বিষয় নয়, বরং একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত নির্বাচন আয়োজন করাই বেশি জরুরি।