ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলক অভিযোগ, ষড়যন্ত্র প্রতিহত করতে ভোট দেওয়ার আহ্বান আবিদের

নিজস্ব সংবাদ :

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার দাবি, এই অভিযোগগুলো নির্বাচনের পরিবেশকে বিতর্কিত করার ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ছাত্রদল পুরো নির্বাচন প্রক্রিয়ায় আচরণবিধি মেনে চলছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি মনগড়া এবং উদ্দেশ্যমূলক।”

তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, তারা যেন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেয়।

আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটের নির্ধারিত সময়ের মধ্যেই যারা লাইনে দাঁড়াবেন, তারা সময় শেষ হলেও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া খবরে দেখা গেছে, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রেই দেখা যাচ্ছে দীর্ঘ লাইনের চিত্র।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০,৮৭৩ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যারা ২৮টি পদে লড়ছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
৬৭ বার পড়া হয়েছে

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলক অভিযোগ, ষড়যন্ত্র প্রতিহত করতে ভোট দেওয়ার আহ্বান আবিদের

আপডেট সময় ০২:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার দাবি, এই অভিযোগগুলো নির্বাচনের পরিবেশকে বিতর্কিত করার ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ছাত্রদল পুরো নির্বাচন প্রক্রিয়ায় আচরণবিধি মেনে চলছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি মনগড়া এবং উদ্দেশ্যমূলক।”

তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, তারা যেন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেয়।

আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটের নির্ধারিত সময়ের মধ্যেই যারা লাইনে দাঁড়াবেন, তারা সময় শেষ হলেও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া খবরে দেখা গেছে, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রেই দেখা যাচ্ছে দীর্ঘ লাইনের চিত্র।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০,৮৭৩ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যারা ২৮টি পদে লড়ছেন।