ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে

নির্বাচন ব্যাহত করতে দেশি-বিদেশি অপশক্তি সক্রিয় হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপশক্তি সক্রিয় হতে পারে। তিনি বলেন, এসব শক্তি বড় ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করবে।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জপূর্ণ। যেকোনো সময় অপ্রত্যাশিত আক্রমণ বা বাধা আসতে পারে। তবে সব প্রতিকূলতা মোকাবিলা করে নির্বাচন সম্পন্ন করতে হবে।” তিনি আরও নির্দেশ দেন, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন প্রশাসনিক পদায়ন শুরু হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। কর্মকর্তাদের নিজ জেলা, শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনের এলাকায় পদায়ন করা হবে না। পাশাপাশি গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
৪৪ বার পড়া হয়েছে

নির্বাচন ব্যাহত করতে দেশি-বিদেশি অপশক্তি সক্রিয় হতে পারে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপশক্তি সক্রিয় হতে পারে। তিনি বলেন, এসব শক্তি বড় ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করবে।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জপূর্ণ। যেকোনো সময় অপ্রত্যাশিত আক্রমণ বা বাধা আসতে পারে। তবে সব প্রতিকূলতা মোকাবিলা করে নির্বাচন সম্পন্ন করতে হবে।” তিনি আরও নির্দেশ দেন, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন প্রশাসনিক পদায়ন শুরু হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। কর্মকর্তাদের নিজ জেলা, শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনের এলাকায় পদায়ন করা হবে না। পাশাপাশি গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট বা প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না।