ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় ভারতীয় মানবপাচারকারীসহ আটক ৫

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

নেত্রকোনায় অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্যসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

 

শুক্রবার (১১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাদের আটক করা হয়। নেত্রকোনা বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আটকরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬), নেত্রোকোনার দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের শ্রী জীবন দেবনাথ (২২), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার অজিত দেবনাথ, পাচারের উদ্দেশ্যে আনা একই উপজেলার প্রিয়াংকা দেবনাথ (১৮) ও তার বাবা পরিমল দেবনাথ (৪০)।
 
জানা যায়, দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির টহল দল সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় ওই পাঁচজনকে আটক করে। পরে তাদের কাছে থাকা টাকা ও পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের পর তাদের আটক করে বিজিবি। এসময় তাদের থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি ও ৫ হাজার ৪৬৯ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
 
 
বিজিবির অধিনায়ক জানান, ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ বাংলাদেশি সহযোগী অজিত দেবনাথ ও বাংলাদেশি মানবপাচারকারী শ্রী জীবন দেবনাথের সহযোগিতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানব পাচার করে আসছিল।
 
আটক ব্যক্তিদের দুর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।””

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
২৮ বার পড়া হয়েছে

নেত্রকোনায় ভারতীয় মানবপাচারকারীসহ আটক ৫

আপডেট সময় ০৫:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

নেত্রকোনায় অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্যসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

 

শুক্রবার (১১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাদের আটক করা হয়। নেত্রকোনা বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আটকরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬), নেত্রোকোনার দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের শ্রী জীবন দেবনাথ (২২), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার অজিত দেবনাথ, পাচারের উদ্দেশ্যে আনা একই উপজেলার প্রিয়াংকা দেবনাথ (১৮) ও তার বাবা পরিমল দেবনাথ (৪০)।
 
জানা যায়, দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির টহল দল সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় ওই পাঁচজনকে আটক করে। পরে তাদের কাছে থাকা টাকা ও পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের পর তাদের আটক করে বিজিবি। এসময় তাদের থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি ও ৫ হাজার ৪৬৯ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
 
 
বিজিবির অধিনায়ক জানান, ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ বাংলাদেশি সহযোগী অজিত দেবনাথ ও বাংলাদেশি মানবপাচারকারী শ্রী জীবন দেবনাথের সহযোগিতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানব পাচার করে আসছিল।
 
আটক ব্যক্তিদের দুর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।””