ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সেনাবাহিনীর হেলিকপ্টারে সরানো হচ্ছে মন্ত্রীদের

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

টানা সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এনডিটিভি ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীসহ বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। কারফিউ অমান্য করে জনগণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়কে নামলে একপর্যায়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ অবস্থায় স্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি সেনাপ্রধানও প্রধানমন্ত্রীর প্রতি পদত্যাগের আহ্বান জানান। চাপের মুখে কেপি শর্মা ওলি অবশেষে দায়িত্ব ছাড়েন।

অন্যদিকে, বিক্ষোভে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে বলে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে। এ কারণে নেপালের আকাশপথে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে দেশটিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংস রূপ নেয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষ, ব্যারিকেড ভাঙচুর এবং পার্লামেন্ট এলাকায় ঢোকার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়। এ আন্দোলনকে অংশগ্রহণকারীরা ‘জেন-জি রেভল্যুশন’ নাম দিয়েছেন।

গত দুই দিনের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। হতাহতের দায় স্বীকার করে আগে থেকেই কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন। আর এখন প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট আরও গভীর আকার নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৯ বার পড়া হয়েছে

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সেনাবাহিনীর হেলিকপ্টারে সরানো হচ্ছে মন্ত্রীদের

আপডেট সময় ০৩:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

টানা সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এনডিটিভি ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীসহ বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। কারফিউ অমান্য করে জনগণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়কে নামলে একপর্যায়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ অবস্থায় স্থানীয় রাজনৈতিক নেতাদের পাশাপাশি সেনাপ্রধানও প্রধানমন্ত্রীর প্রতি পদত্যাগের আহ্বান জানান। চাপের মুখে কেপি শর্মা ওলি অবশেষে দায়িত্ব ছাড়েন।

অন্যদিকে, বিক্ষোভে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে বলে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে। এ কারণে নেপালের আকাশপথে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে দেশটিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংস রূপ নেয়।

পুলিশের সঙ্গে সংঘর্ষ, ব্যারিকেড ভাঙচুর এবং পার্লামেন্ট এলাকায় ঢোকার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়। এ আন্দোলনকে অংশগ্রহণকারীরা ‘জেন-জি রেভল্যুশন’ নাম দিয়েছেন।

গত দুই দিনের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। হতাহতের দায় স্বীকার করে আগে থেকেই কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন। আর এখন প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট আরও গভীর আকার নিয়েছে।