ব্রেকিং নিউজ :
পাঁচ বছর পর আকাশে ফিরল ভারত–চীনের সরাসরি ফ্লাইট
প্রায় পাঁচ বছর পর আবারও শুরু হলো ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল। সোমবার (২৭ অক্টোবর) কলকাতা থেকে উড্ডয়ন করা একটি ফ্লাইট চীনের গুয়াংডং প্রদেশে অবতরণ করে।
করোনা মহামারির পর নিরাপত্তাজনিত কারণে দুই দেশের মধ্যকার সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। এবার সেই নিষেধাজ্ঞা উঠে গিয়ে পুনরায় যোগাযোগ চালু হলো।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যে চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বাড়ছে। কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে সম্প্রতি চীন সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
















