ব্রেকিং নিউজ :
পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাস বাতিল, আগের কাঠামোতে ফেরানোর নির্দেশ
পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের সীমানা নতুন করে নির্ধারণের সিদ্ধান্তকে আইনবহির্ভূত ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে আসন দুটিকে পূর্বের সীমানায় পুনর্বহাল করে সে অনুযায়ী গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর এই দুই আসনের সীমানা পুনর্বিন্যাসের বৈধতা প্রশ্নে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত সীমানা পুনর্বিন্যাস কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন।
পরবর্তী শুনানি শেষে আদালত রুলটি যথাযথ ঘোষণা করে সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দেন।

























