পুতিনের ভারত সফর ঘিরে আইটিসি মৌর্যায় সর্বোচ্চ নিরাপত্তা, চানক্য স্যুটই তার আবাস
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই দিনের ভারত সফরকে কেন্দ্র করে নয়াদিল্লির আইটিসি মৌর্যা হোটেলে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে তার হোটেলে পৌঁছানোর কথা রয়েছে। তাকে ঘিরে অভ্যন্তরীণ নিরাপত্তা টিম ইতোমধ্যে দায়িত্বে নিয়োজিত হয়েছে। হোটেলের সব কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে, করিডোরগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে পুরো ভবনজুড়ে।
চানক্য স্যুটে থাকবেন পুতিন
ডিএনএ ইন্ডিয়ার তথ্যমতে, পুতিনকে রাখা হবে হোটেলের সবচেয়ে বিলাসবহুল আবাসন—চানক্য স্যুটে। ৪ হাজার ৬০০ বর্গফুট আয়তনের এই স্যুটটির প্রতিরাতের ভাড়া ৮ থেকে ১০ লাখ রুপি পর্যন্ত। স্যুটটির নকশা রাজকীয় ধাঁচের; সিল্ক-প্যানেল করা দেয়াল, গাঢ় কাঠের মেঝে এবং মনোমুগ্ধকর শিল্পকর্ম এতে বিশেষত্ব যোগ করেছে। ডাইনিং স্পেসও অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সাজানো।
চানক্য স্যুটের বিশেষ সুবিধা
বিলাসবহুল মাস্টার বেডরুম ও ওয়াক-ইন ক্লোজেট
ব্যক্তিগত স্টিম রুম ও সাউনা
পূর্ণাঙ্গ জিম সুবিধা
বিস্তৃত রিসেপশন ও লিভিং স্পেস
১২ আসনের ডাইনিং রুম
অতিরিক্ত গেস্ট রুম, স্টাডি ও অফিস কর্নার
নয়াদিল্লির মনোরম দৃশ্য দেখা যায় এমন জানালা
হাতে খোদাই করা শৈল্পিক নকশার সমাহার
স্যুটটি এমনভাবে সাজানো যে উচ্চপর্যায়ের রাষ্ট্রপ্রধানরা রাজকীয়তার সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তার পরিবেশও সমানভাবে উপভোগ করতে পারেন।
চার দশকেরও বেশি সময় ধরে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে আইটিসি মৌর্যা। এই হোটেলে ৪১১টি রুম, ২৬টি স্যুটসহ মোট নয়টি ফুড অ্যান্ড বেভারেজ আউটলেট আছে। এছাড়া রয়েছে পাঁচটি ব্যাঙ্কোয়েট ও মিটিং ভেন্যু, যা একে রাজধানীর অন্যতম বিলাসবহুল হোটেল হিসেবে পরিচিত করে তুলেছে।























