ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে মোদির সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা?

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

পুতিনের সঙ্গে মোদির সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা?

ব্রিকস সম্মেলনের সাইডলাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় উভয় রাষ্ট্রনেতা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার (২২ অক্টোবর) পুতিনের সঙ্গে দেখা করেছেন মোদি।

 

মোদি এ সময় জোটে অন্যান্য দেশের যোগ দিতে চাওয়ার বিষয়টি উল্লেখ করে ব্রিকসের সাফল্যকে অভিনন্দন জানান।
 
 
ভারতের প্রধানমন্ত্রী বলেন,  

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। সব সময়ই আমাদের অবস্থান ছিল সংলাপের মাধ্যমে সব দ্বন্দ্বের সমাধান করা। আমরা বিশ্বাস করি, যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। ভারত শান্তি আনতে সাহায্য করতে সর্বদা প্রস্তুত।

 

উল্লেখ্য, ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চলতি বছরে দ্বিতীয়বার রাশিয়া সফর করলেন মোদি। এর আগে, জুলাই মাসে ২২তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেসময় পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন মোদি।
 
ওই সফরে, মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’-এ সম্মানিত করে ক্রেমলিন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
৩৬ বার পড়া হয়েছে

পুতিনের সঙ্গে মোদির সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা?

আপডেট সময় ০৬:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পুতিনের সঙ্গে মোদির সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা?

ব্রিকস সম্মেলনের সাইডলাইনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় উভয় রাষ্ট্রনেতা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার (২২ অক্টোবর) পুতিনের সঙ্গে দেখা করেছেন মোদি।

 

মোদি এ সময় জোটে অন্যান্য দেশের যোগ দিতে চাওয়ার বিষয়টি উল্লেখ করে ব্রিকসের সাফল্যকে অভিনন্দন জানান।
 
 
ভারতের প্রধানমন্ত্রী বলেন,  

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। সব সময়ই আমাদের অবস্থান ছিল সংলাপের মাধ্যমে সব দ্বন্দ্বের সমাধান করা। আমরা বিশ্বাস করি, যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। ভারত শান্তি আনতে সাহায্য করতে সর্বদা প্রস্তুত।

 

উল্লেখ্য, ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চলতি বছরে দ্বিতীয়বার রাশিয়া সফর করলেন মোদি। এর আগে, জুলাই মাসে ২২তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেসময় পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন মোদি।
 
ওই সফরে, মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’-এ সম্মানিত করে ক্রেমলিন।