ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু

‘পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না’

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

‘পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না’।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না। এমন মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকেই কিয়েভকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে অস্ত্র দেয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়েে আসছে ওয়াশিংটন।

 

এমনকি প্রেসিডেন্সির মেয়াদের শেষ সময়ে এসেও মার্কিন প্রেসিড্টে জো বাইডেন রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
 
পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।
 
 
পুতিনের নেয়া এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিক বলেন, ‘পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না; যদি তার দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য কোনো বিকল্প না থাকে।’
 
জনসাধারণের উদ্দেশে দেয়া এক ভাষণে ভুসিক বলেন, ‘পরিপূর্ণ বিপর্যয়ের জন্য ১০টি ধাপ আছে, আমরা নবমটি অতিক্রম করেছি। আমি যা মনে করি তা খুলে বলব। আমি মনে করি, কেউ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না…পশ্চিমা দেশগুলো বলবে, পুতিন গেম খেলছেন এবং এটি (পরমাণু অস্ত্র) নিয়ে হুমকি দিচ্ছেন; কিন্তু খুব কম লোকই আছেন যারা আমার মতো করে প্রেসিডেন্ট পুতিনকে চেনেন।’
 
তিনি আরও বলেন, ‘যদি মস্কো এবং তার বাহিনীর নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে তিনি এক মুহূর্তের জন্যও দ্বিধা করবেন না।’
 
 
সার্বিয়া সংঘাতের সম্ভাব্য এই প্রসারের জন্য মোটেও প্রস্তুত নয় বলেও জানান ভুসিক। তার মতে, ‘আমরা সম্পূর্ণরূপে অপ্রস্তুত। আমাদের আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫৭ হাজার লোকের জন্য জায়গা আছে, এবং আমাদের…আবার অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করতে হবে, অন্তত ১০ লাখ-১৫ লাখের জন্য, যেন তারা আশ্রয়কেন্দ্রে থাকতে পারে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়ে নিরলসভাবে কাজ করব। আমি নাগরিকদের কাছে ক্ষমাপ্রার্থী যে আমরা সময়মতো এই কাজটি শুরু করিনি, তবে আমরা এটি মোকাবিলা করব।’
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
১৩২ বার পড়া হয়েছে

‘পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না’

আপডেট সময় ০৬:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

‘পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবেন না’।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না। এমন মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকেই কিয়েভকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে অস্ত্র দেয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়েে আসছে ওয়াশিংটন।

 

এমনকি প্রেসিডেন্সির মেয়াদের শেষ সময়ে এসেও মার্কিন প্রেসিড্টে জো বাইডেন রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
 
পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।
 
 
পুতিনের নেয়া এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিক বলেন, ‘পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না; যদি তার দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য কোনো বিকল্প না থাকে।’
 
জনসাধারণের উদ্দেশে দেয়া এক ভাষণে ভুসিক বলেন, ‘পরিপূর্ণ বিপর্যয়ের জন্য ১০টি ধাপ আছে, আমরা নবমটি অতিক্রম করেছি। আমি যা মনে করি তা খুলে বলব। আমি মনে করি, কেউ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না…পশ্চিমা দেশগুলো বলবে, পুতিন গেম খেলছেন এবং এটি (পরমাণু অস্ত্র) নিয়ে হুমকি দিচ্ছেন; কিন্তু খুব কম লোকই আছেন যারা আমার মতো করে প্রেসিডেন্ট পুতিনকে চেনেন।’
 
তিনি আরও বলেন, ‘যদি মস্কো এবং তার বাহিনীর নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে তিনি এক মুহূর্তের জন্যও দ্বিধা করবেন না।’
 
 
সার্বিয়া সংঘাতের সম্ভাব্য এই প্রসারের জন্য মোটেও প্রস্তুত নয় বলেও জানান ভুসিক। তার মতে, ‘আমরা সম্পূর্ণরূপে অপ্রস্তুত। আমাদের আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫৭ হাজার লোকের জন্য জায়গা আছে, এবং আমাদের…আবার অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করতে হবে, অন্তত ১০ লাখ-১৫ লাখের জন্য, যেন তারা আশ্রয়কেন্দ্রে থাকতে পারে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়ে নিরলসভাবে কাজ করব। আমি নাগরিকদের কাছে ক্ষমাপ্রার্থী যে আমরা সময়মতো এই কাজটি শুরু করিনি, তবে আমরা এটি মোকাবিলা করব।’