পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিএসই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাসুদের নিহতের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি করেন।
শিক্ষার্থীরা বলেন, সড়কে নিরাপত্তা জোরদার করে বিচার বিভাগ শক্তিশালী করতে হবে। এ সময় দাবি জানান, আহতদের চিকিৎসার খরচ বিবাদী পক্ষকে মেটাতে হবে। নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। তদন্তে বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ঘটনার সঠিক বিচার করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহত হন। গুরুতর আহত হন একই ব্যাচের অমিত সাহা এবং মো. মেহেদি হাসান খান। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।