ব্রেকিং নিউজ :
প্যারিসে হাতে হাত রেখে হাজির ট্রুডো-কেটি
গুঞ্জন সত্যি হলো—কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন গায়িকা কেটি পেরি এখন প্রেমে মজেছেন।
শনিবার (২৫ অক্টোবর) প্যারিসে কেটির জন্মদিন উদযাপনে তাদের একসঙ্গে দেখা যায়। অনুষ্ঠানে ট্রুডো প্রকাশ্যে বলেন, তিনি কেটি পেরির প্রেমে পড়েছেন।
কেটি পেরি ছিলেন লাল গাউনে, আর ট্রুডো কালো স্যুটে দারুণ রুচিশীল ভঙ্গিতে হাজির হন।
সূত্র জানায়, তারা বেশ কিছুদিন ধরে ঘনিষ্ঠ, তবে বিষয়টি গোপন রেখেছিলেন। এবারই প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল এই জুটিকে।
কেটি পেরির আগের সম্পর্ক ছিল অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে, তাদের এক কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে, ট্রুডো গত বছর স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে বিচ্ছিন্ন হন।
ট্যাগস :
আন্তর্জাতিক বিনোদন কেটি পেরি জাস্টিন ট্রুডো প্যারিস ইভেন্ট রোমান্স খবর সেলিব্রিটি গসিপ হলিউড প্রেম
















