ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষার ধরন, বিষয়ভিত্তিক নম্বর বণ্টন এবং পরীক্ষার সময়সীমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

নতুন বিধিমালা অনুসারে, নিয়োগ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে— লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় মোট ৯০ নম্বর থাকবে। এতে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (দেশীয় ও আন্তর্জাতিক) বিষয় অন্তর্ভুক্ত থাকবে। বাংলা ও ইংরেজিতে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞানে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে ৯০ মিনিট।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। মৌখিক অংশে থাকবে ১০ নম্বর। উভয় ধাপেই পাস নম্বর ধরা হয়েছে মোট নম্বরের ৫০ শতাংশ — অর্থাৎ লিখিত পরীক্ষায় ৪৫ এবং মৌখিকে ৫ নম্বর।

এর আগে প্রচলিত নিয়মে লিখিত পরীক্ষার মোট নম্বর ছিল ৭৫, আর মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর রাখা হতো। মৌখিক অংশে তখন এসএসসি, এইচএসসি ও স্নাতকের ফলাফলের ওপর ১০ নম্বর এবং প্রার্থীর ব্যক্তিত্ব, উপস্থাপন দক্ষতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর বাকি ১৫ নম্বর বরাদ্দ থাকত।

প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ নভেম্বর (শনিবার) থেকে এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ২.২৫ বা ৫ স্কেলে ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
৬৩ বার পড়া হয়েছে

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন

আপডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষার ধরন, বিষয়ভিত্তিক নম্বর বণ্টন এবং পরীক্ষার সময়সীমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

নতুন বিধিমালা অনুসারে, নিয়োগ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে— লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় মোট ৯০ নম্বর থাকবে। এতে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (দেশীয় ও আন্তর্জাতিক) বিষয় অন্তর্ভুক্ত থাকবে। বাংলা ও ইংরেজিতে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞানে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে ৯০ মিনিট।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। মৌখিক অংশে থাকবে ১০ নম্বর। উভয় ধাপেই পাস নম্বর ধরা হয়েছে মোট নম্বরের ৫০ শতাংশ — অর্থাৎ লিখিত পরীক্ষায় ৪৫ এবং মৌখিকে ৫ নম্বর।

এর আগে প্রচলিত নিয়মে লিখিত পরীক্ষার মোট নম্বর ছিল ৭৫, আর মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর রাখা হতো। মৌখিক অংশে তখন এসএসসি, এইচএসসি ও স্নাতকের ফলাফলের ওপর ১০ নম্বর এবং প্রার্থীর ব্যক্তিত্ব, উপস্থাপন দক্ষতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর বাকি ১৫ নম্বর বরাদ্দ থাকত।

প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ নভেম্বর (শনিবার) থেকে এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ২.২৫ বা ৫ স্কেলে ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।