ব্রেকিং নিউজ :
ফেসবুক-ইনস্টাগ্রামেও নিষেধাজ্ঞা, নতুন ফিল্টার চালু আফগানিস্তানে
আফগানিস্তানে নির্দিষ্ট কিছু সামাজিক মাধ্যমের কনটেন্টে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে কিছু কনটেন্ট সীমিত করতে নতুন ফিল্টার প্রয়োগ করা হয়েছে।
এক সপ্তাহ আগে দেশজুড়ে দুই দিনের জন্য ইন্টারনেট ও টেলিকম সেবা বন্ধের পর এই পদক্ষেপ নেওয়া হলো।
কাবুলের বেশ কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তারা এখন ফেসবুকে ভিডিও দেখতে পারছেন না এবং ইনস্টাগ্রামেও প্রবেশে সমস্যা হচ্ছে।
তালেবান সরকারের এক সূত্রের বরাতে বলা হয়েছে, কিছু ‘অগ্রহণযোগ্য’ কনটেন্ট নিয়ন্ত্রণে রাখতেই এই ফিল্টার চালু করা হয়েছে। তবে, কোন ধরণের কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।