ব্রেকিং নিউজ :
ফ্লোটিলা আটক নিয়ে কাতারের কঠোর প্রতিবাদ
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে দিয়ে যাত্রীদের গ্রেফতারকে আন্তর্জাতিক আইন ও সমুদ্রপথের স্বাধীনতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছে কাতার।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আটক সবার অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও আইনি দায়িত্ব হলো যথাযথ পদক্ষেপ নেয়া।
কাতার জোর দিয়ে বলেছে, গাজার প্রতিটি এলাকায় মানবিক সহায়তা নিরাপদ ও নির্বিঘ্নভাবে পৌঁছানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।