ব্রেকিং নিউজ :
বাংলাদেশকে টার্গেট করেছে আন্তর্জাতিক হ্যাকার নেটওয়ার্ক
বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাস্পারস্কির তথ্য অনুযায়ী, ‘মিস্টিরিয়াস এলিফ্যান্ট’ নামের একটি নতুন হ্যাকার গ্রুপ সম্প্রতি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সক্রিয় হয়েছে।
এই দলটি মূলত সরকারি দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর ডেটা চুরি করছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা তাদের টার্গেট দেশগুলোর মধ্যে রয়েছে।
তাদের ব্যবহৃত প্রধান টুলগুলোর মধ্যে রয়েছে ‘বাবশেল’, যা রিমোট অ্যাকসেসের মাধ্যমে সরাসরি সিস্টেমে প্রবেশ করে সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারে।
ক্যাস্পারস্কির মতে, হ্যাকাররা নতুন কৌশলে কাজ করছে—তারা ওপেন সোর্স টুল ও নিজস্ব সফটওয়্যারের মিশ্রণ ব্যবহার করছে, যা শনাক্ত করা কঠিন।
নিরাপত্তা বিশেষজ্ঞরা সবাইকে সাইবার নিরাপত্তা জোরদার করতে ও নিয়মিত সফটওয়্যার আপডেট রাখার পরামর্শ দিয়েছেন।
















