বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য শ্রীলঙ্কায় ভ্রমণের আগে ডিজিটাল অনুমতি বাধ্যতামূলক
বাংলাদেশসহ বেশ কিছু দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কায় ভ্রমণের পূর্বে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) নেওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নিয়ম বুধবার, ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
এতদিন পর্যন্ত বাংলাদেশি ভ্রমণকারীরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছে নির্ধারিত ফি প্রদান করে ভিসা নিতে পারতেন। তবে এখন থেকে আগেই অনলাইনে ইটিএ সংগ্রহ না করলে ভ্রমণে জটিলতা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।
শ্রীলঙ্কায় অবস্থিত হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রার আগে পর্যটক, ব্যবসায়ী ও ট্রানজিট যাত্রীদের জন্য ইটিএ সংগ্রহ করা বাধ্যতামূলক। এটি সংগ্রহের দুটি উপায় রয়েছে:
- শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন
- সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে আবেদন জমা দেওয়া
ইটিএ সাধারণত ৩০ দিনের জন্য বৈধ এবং এটি পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণের জন্য ব্যবহারযোগ্য।
শ্রীলঙ্কার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী ইটিএ ছাড়াই দেশটিতে প্রবেশের চেষ্টা করবেন, তাদের হয়তো ফেরত পাঠানো হতে পারে অথবা প্রবেশে জটিলতার সম্মুখীন হতে হবে।
তবে কিছু দেশের জন্য এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে। যেমন, মালদ্বীপ, সিচেলিস এবং সিঙ্গাপুরের নাগরিকরা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ইটিএ ফি ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
এছাড়া চীন, ভারত, রাশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং জাপান– এই দেশগুলোর পাসপোর্টধারীরা পর্যটনের উদ্দেশ্যে বর্তমানে বিনামূল্যে ইটিএ সুবিধা পাচ্ছেন।