ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নিজস্ব সংবাদ :

 

বাংলাদেশকে ব্যবসার জন্য এক সম্ভাবনাময় গন্তব্য হিসেবে উল্লেখ করে মালয়েশিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট), মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে এক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় এ বক্তব্য দেন তিনি। এ আয়োজনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এই সংলাপে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিভিন্ন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে এবং বর্তমানে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, আর এই লক্ষ্য অর্জনে মালয়েশিয়ার ব্যবসায়ীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আপডেট সময় ০৪:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

 

বাংলাদেশকে ব্যবসার জন্য এক সম্ভাবনাময় গন্তব্য হিসেবে উল্লেখ করে মালয়েশিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট), মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে এক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় এ বক্তব্য দেন তিনি। এ আয়োজনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এই সংলাপে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিভিন্ন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে এবং বর্তমানে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, আর এই লক্ষ্য অর্জনে মালয়েশিয়ার ব্যবসায়ীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।