ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দেশজুড়ে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা, শেষ দিকে বাড়বে শীতের অনুভূতি Logo ময়মনসিংহে ডাকসু নেত্রী রাফিয়ার বাসার গেটে দুর্বৃত্তদের আগুন, তদন্তে পুলিশ Logo চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার পড়ে সাইকেল আরোহীর মৃত্যু Logo পাকিস্তানের সমুদ্রে কৃত্রিম দ্বীপ—তেল-গ্যাস অনুসন্ধানে নতুন অধ্যায় Logo বিক্ষোভের উত্তাপে নেপাল, কারফিউ জারি করে প্রশাসন Logo নবী (সা.)-এর নামকরণ—স্বপ্ন, ইলহাম ও ভবিষ্যদ্বাণী Logo স্ত্রী কি স্বামীর নাম নেবে? জেনে নিন ইসলামের বিধান Logo শেয়ার বাজার মামলায় আবারও আলোচনায় সাকিব Logo হাসিনা–কামালকে ফেরাতে সরকারের নতুন পদক্ষেপ আলোচনায় Logo মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ইটভাটা শ্রমিক সর্দারের গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

বিক্ষোভের উত্তাপে নেপাল, কারফিউ জারি করে প্রশাসন

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

নেপালে জেন-জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের সমর্থকদের সংঘর্ষের পর উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এ অবস্থায় শান্ত থাকার এবং রাজনৈতিক উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ঘটনাটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

বারা জেলায় জেন-জি সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন সেখানে গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। পরে রাতে ৮টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়।

এর একদিন আগে, সিমারা এলাকায় জেন-জি আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সিপিএন-ইউএমএল কর্মীদের পাল্টা র‌্যালিকে কেন্দ্র করে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ বাড়তে থাকলে প্রশাসন কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা আবি নারায়ণ কাফলে বলেন, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে… গুরুতর আহত কেউ নেই।”

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকলকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় রাজনৈতিক উসকানি পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তিনি আসন্ন ২০২৬ সালের ৫ মার্চের জাতীয় নির্বাচন নিয়ে জনগণকে আশাবাদী থাকতে বলেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
১০ বার পড়া হয়েছে

বিক্ষোভের উত্তাপে নেপাল, কারফিউ জারি করে প্রশাসন

আপডেট সময় ০৮:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নেপালে জেন-জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের সমর্থকদের সংঘর্ষের পর উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এ অবস্থায় শান্ত থাকার এবং রাজনৈতিক উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ঘটনাটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

বারা জেলায় জেন-জি সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন সেখানে গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। পরে রাতে ৮টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়।

এর একদিন আগে, সিমারা এলাকায় জেন-জি আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সিপিএন-ইউএমএল কর্মীদের পাল্টা র‌্যালিকে কেন্দ্র করে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ বাড়তে থাকলে প্রশাসন কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা আবি নারায়ণ কাফলে বলেন, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে… গুরুতর আহত কেউ নেই।”

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকলকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় রাজনৈতিক উসকানি পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তিনি আসন্ন ২০২৬ সালের ৫ মার্চের জাতীয় নির্বাচন নিয়ে জনগণকে আশাবাদী থাকতে বলেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।