ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

বিক্ষোভের উত্তাপে নেপাল, কারফিউ জারি করে প্রশাসন

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

নেপালে জেন-জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের সমর্থকদের সংঘর্ষের পর উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এ অবস্থায় শান্ত থাকার এবং রাজনৈতিক উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ঘটনাটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

বারা জেলায় জেন-জি সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন সেখানে গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। পরে রাতে ৮টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়।

এর একদিন আগে, সিমারা এলাকায় জেন-জি আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সিপিএন-ইউএমএল কর্মীদের পাল্টা র‌্যালিকে কেন্দ্র করে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ বাড়তে থাকলে প্রশাসন কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা আবি নারায়ণ কাফলে বলেন, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে… গুরুতর আহত কেউ নেই।”

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকলকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় রাজনৈতিক উসকানি পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তিনি আসন্ন ২০২৬ সালের ৫ মার্চের জাতীয় নির্বাচন নিয়ে জনগণকে আশাবাদী থাকতে বলেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৩৬ বার পড়া হয়েছে

বিক্ষোভের উত্তাপে নেপাল, কারফিউ জারি করে প্রশাসন

আপডেট সময় ০৮:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নেপালে জেন-জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের সমর্থকদের সংঘর্ষের পর উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এ অবস্থায় শান্ত থাকার এবং রাজনৈতিক উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ঘটনাটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

বারা জেলায় জেন-জি সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন সেখানে গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। পরে রাতে ৮টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়।

এর একদিন আগে, সিমারা এলাকায় জেন-জি আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সিপিএন-ইউএমএল কর্মীদের পাল্টা র‌্যালিকে কেন্দ্র করে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ বাড়তে থাকলে প্রশাসন কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা আবি নারায়ণ কাফলে বলেন, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে… গুরুতর আহত কেউ নেই।”

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকলকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় রাজনৈতিক উসকানি পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তিনি আসন্ন ২০২৬ সালের ৫ মার্চের জাতীয় নির্বাচন নিয়ে জনগণকে আশাবাদী থাকতে বলেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।