ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘বিচারে কোনো আপস নয়’— সেনাবাহিনীর কঠোর অবস্থান

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

বাংলাদেশ সেনাবাহিনী ইনসাফ ও ন্যায়বিচারে কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
শনিবার সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যে বিচারের মুখোমুখি হব, সেখানে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে থাকবে।”

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাম্প্রতিক গুম মামলায় সেনা কর্মকর্তাদের নাম এসেছে, তবে এখনো সেনাবাহিনীর কাছে কোনো আনুষ্ঠানিক চার্জশিট বা পরোয়ানা পৌঁছেনি।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে অভিযুক্ত কর্মকর্তাদের সেনা হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা সর্বদা সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেনাবাহিনী কখনোই বিচার থেকে পালাবে না।”

উল্লেখ্য, সম্প্রতি দুইটি গুম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ২৫ জন বর্তমান বা সাবেক সেনা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
০ বার পড়া হয়েছে

‘বিচারে কোনো আপস নয়’— সেনাবাহিনীর কঠোর অবস্থান

আপডেট সময় ১০:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী ইনসাফ ও ন্যায়বিচারে কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
শনিবার সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যে বিচারের মুখোমুখি হব, সেখানে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে থাকবে।”

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাম্প্রতিক গুম মামলায় সেনা কর্মকর্তাদের নাম এসেছে, তবে এখনো সেনাবাহিনীর কাছে কোনো আনুষ্ঠানিক চার্জশিট বা পরোয়ানা পৌঁছেনি।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে অভিযুক্ত কর্মকর্তাদের সেনা হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা সর্বদা সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেনাবাহিনী কখনোই বিচার থেকে পালাবে না।”

উল্লেখ্য, সম্প্রতি দুইটি গুম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ২৫ জন বর্তমান বা সাবেক সেনা কর্মকর্তা।