বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৯ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র তাদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর)। এই উপলক্ষে কেন্দ্রটির উদ্যোগে সারাদিনব্যাপী নানা বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালার সূচনা হবে সকাল ৭টা ২০ মিনিটে, যেখানে শিল্পী, কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের শুভেচ্ছা বার্তা প্রচার করা হবে। এরপর সকাল ৯টায় প্রচারিত হবে আঞ্চলিক সংগীতানুষ্ঠান ‘কর্ণফুলীর সাম্পান’। সকাল ১০টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং সকাল ১১টায় নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের ছন্দে মন আনন্দে’।
দুপুর ২টা ৩৫ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্বপ্ন আগামীর’ প্রচারিত হবে। বিকাল ৪টা ৪০ মিনিটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘পাহাড়ে আনন্দ’। সন্ধ্যা ৬টায় থাকবে সরাসরি সংগীতানুষ্ঠান। এরপর রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘জমিদারের জন্মদিন’ এবং রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘হাসি আনন্দে কিছুক্ষণ’ দিয়ে দিনব্যাপী আয়োজন শেষ হবে।
এ বিষয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন জানান, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আগের চেয়ে ব্যতিক্রমধর্মী। অনুষ্ঠানের সংখ্যা ও মান—দুটোই বেড়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকসংখ্যা ও আয়ও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই অগ্রগতি ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
























