ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক Logo যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট Logo বিএনপি সরকার হলে খেলোয়াড়দের জন্য ভাতা ও পেনশন চালুর প্রতিশ্রুতি দিলেন দুলু Logo ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বৈধতা পেল ইসির আপিলে Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে

বুধবার ঢাকায় আসছে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল টিম

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে আরেকটি চিকিৎসক দল বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় আসবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসক টিমের একজন সদস্য পরিচয় প্রকাশ না করার শর্তে সময় সংবাদকে এ তথ্য জানান।

এর আগে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না তা বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্তরাজ্য থেকে এসে মূল্যায়ন করবেন। তাদের মতামতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি আরও জানান, “আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের রিপোর্ট ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই।”

আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির দুটি মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করা হয় এবং তিনি দুই বছরেরও বেশি সময় কারাগারে থাকেন। পরবর্তীতে ২০২০ সালের ২৫ মার্চ করোনা পরিস্থিতিতে সরকার নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর মেয়াদ বাড়িয়ে মুক্তি অব্যাহত থাকলেও তাকে বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, চোখ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে থাকার পর ৬ মে দেশে ফেরেন।

সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসক দল ও বিএনপির শীর্ষ নেতারা জানিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
৮৫ বার পড়া হয়েছে

বুধবার ঢাকায় আসছে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল টিম

আপডেট সময় ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে আরেকটি চিকিৎসক দল বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় আসবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসক টিমের একজন সদস্য পরিচয় প্রকাশ না করার শর্তে সময় সংবাদকে এ তথ্য জানান।

এর আগে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না তা বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্তরাজ্য থেকে এসে মূল্যায়ন করবেন। তাদের মতামতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি আরও জানান, “আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের রিপোর্ট ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই।”

আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির দুটি মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করা হয় এবং তিনি দুই বছরেরও বেশি সময় কারাগারে থাকেন। পরবর্তীতে ২০২০ সালের ২৫ মার্চ করোনা পরিস্থিতিতে সরকার নির্বাহী আদেশে তার দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর মেয়াদ বাড়িয়ে মুক্তি অব্যাহত থাকলেও তাকে বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, চোখ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে থাকার পর ৬ মে দেশে ফেরেন।

সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসক দল ও বিএনপির শীর্ষ নেতারা জানিয়ে আসছেন।