ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

বৃষ্টি কবে হতে পারে, যা জানা গেল

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বৃষ্টি কবে হতে পারে, যা জানা গেল।

প্রতিবছরই নভেম্বরে কিছু না কিছু বৃষ্টি হয়। এ বছর নভেম্বর মাস শেষ হতে চলল, কিন্তু বৃষ্টির দেখা নেই। বৃষ্টিপ্রেমীদের জন্য এবার মিলল সুখবর।

নভেম্বরের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।


শুক্রবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বৃষ্টির এ পূর্বাভাস দেন তিনি।


মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির উপলক্ষ একটি লঘুচাপ কিংবা নিম্নচাপ। এমনকি নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও।

তিনি আরও জানান, চলতি সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর।

এ আবহাওয়াবিদ জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিসের দেয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আজ (২৩ নভেম্বর) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রা। লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বৃদ্ধি পাবে।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
১২২ বার পড়া হয়েছে

বৃষ্টি কবে হতে পারে, যা জানা গেল

আপডেট সময় ১০:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বৃষ্টি কবে হতে পারে, যা জানা গেল।

প্রতিবছরই নভেম্বরে কিছু না কিছু বৃষ্টি হয়। এ বছর নভেম্বর মাস শেষ হতে চলল, কিন্তু বৃষ্টির দেখা নেই। বৃষ্টিপ্রেমীদের জন্য এবার মিলল সুখবর।

নভেম্বরের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।


শুক্রবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বৃষ্টির এ পূর্বাভাস দেন তিনি।


মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির উপলক্ষ একটি লঘুচাপ কিংবা নিম্নচাপ। এমনকি নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও।

তিনি আরও জানান, চলতি সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে আগামী ২৬ থেকে ২৭ নভেম্বর।

এ আবহাওয়াবিদ জানান, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ ও ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিসের দেয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আজ (২৩ নভেম্বর) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রা। লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বৃদ্ধি পাবে।