ব্রেকিং নিউজ :
বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিল বিএনপি
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। জনগণের ঐক্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলাই দলের লক্ষ্য।
সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বাজারে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর গণতন্ত্র বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে—স্বৈরশাসন, দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতির কারণে। বিএনপি সেই সংস্কারমুখী চিন্তা থেকেই জন্ম নিয়েছে এবং আজও গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় লড়ছে।
কাদের গনি আরও বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক, তাই জনগণকে বিএনপির প্রার্থীদের জয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।
















