ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান ফুটবলারকে সংসদে তলব, ইংল্যান্ডেও আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলারকে সংসদে তলব, ইংল্যান্ডেও আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কা।

সাও পাওলোয় বেটিং বাজারকে প্রভাবিত করেছেন- এমন অভিযোগ আছে ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস পাকুয়েতার বিরুদ্ধে। ব্যাপারটি নিয়ে তদন্ত করতে ২৭ বছর বয়সিকে তলব করেছে ব্রাজিলের সংসদ।

২০২২ সালে পাকুয়েতা ওয়েস্ট হ্যামে নাম লেখান।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের খবরে বলা হয়, গত বুধবার রায় জারি হয় পাকুয়েতার নামে। ব্রাজিল তারকাকে আগামী ৩ ডিসেম্বর দেশটির সংসদে উপস্থিত হতে বলা হয়েছে। যে কারণে ওইদিন লিস্টার সিটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলতে পারবেন না ওয়েস্ট হ্যাম তারকা।


সংসদে উপস্থিত হয়ে তথ্যাদি পেশ করতে হবে পাকুয়েতাকে। এরপর অভিযোগ প্রমাণিত হলে নেয়া হবে উপযুক্ত ব্যবস্থা। যদিও পাকুয়েতা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।


পাকুয়েতার বিরুদ্ধে অভিযোগ আছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনেরও (এফএ)। জুয়াড়িদের সঙ্গে চুক্তি অনুযায়ী ইচ্ছা করেই নাকি হলুদ কার্ড দেখেন তিনি। ব্রাজিলের স্থানীয় বাজিকররা ছাড়াও ইউরোপের আরও একজন বাজিকর পাকুয়েতার কার্ড দেখা নিয়ে বাজি ধরেন। ২০২২ সালে ও ২০২৩ সালসহ চারটি ঘটনা নিয়ে ওই অভিযোগ। বিষয়টি নিয়ে এফএর তদন্ত অব্যাহত আছে। তা প্রমাণিত হলে পাকুয়েতা ইংল্যান্ডে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন।


পাকুয়েতার চাচা ব্রুনো টলেন্তিনোও বেটিংয়ে অভিযুক্ত, তাকে সহযোগিতার জন্য রিয়াল বেতিসের সাবেক ফুটবলার লুইস হেনরিককে ৫ হাজার পাউন্ড দিয়েছিলেন তিনি। হেনরিকও সন্দেহজনকভাবে ২টি হলুদ দেখেছিলেন। ওই ঘটনাকে পাকুয়েতার ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হচ্ছে। টলেন্তিনোকে সংসদে ডাকা হয়েছিল, নিজের নামটি ছাড়া আর কিছুই জানাননি তিনি। এ জন্য তার সমালোচনাও হয়েছিল।

অলিম্পিক লিঁও ছেড়ে ২০২২ সালে ওয়েস্ট হ্যামে নাম লিখিয়েছিলেন পাকুয়েতা। এর আগে তিনি ফ্রামেঙ্গো ও এসি মিলানে খেলেন।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
৬ বার পড়া হয়েছে

ব্রাজিলিয়ান ফুটবলারকে সংসদে তলব, ইংল্যান্ডেও আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কা

আপডেট সময় ০৬:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

ব্রাজিলিয়ান ফুটবলারকে সংসদে তলব, ইংল্যান্ডেও আজীবন নিষিদ্ধ হওয়ার শঙ্কা।

সাও পাওলোয় বেটিং বাজারকে প্রভাবিত করেছেন- এমন অভিযোগ আছে ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস পাকুয়েতার বিরুদ্ধে। ব্যাপারটি নিয়ে তদন্ত করতে ২৭ বছর বয়সিকে তলব করেছে ব্রাজিলের সংসদ।

২০২২ সালে পাকুয়েতা ওয়েস্ট হ্যামে নাম লেখান।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের খবরে বলা হয়, গত বুধবার রায় জারি হয় পাকুয়েতার নামে। ব্রাজিল তারকাকে আগামী ৩ ডিসেম্বর দেশটির সংসদে উপস্থিত হতে বলা হয়েছে। যে কারণে ওইদিন লিস্টার সিটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলতে পারবেন না ওয়েস্ট হ্যাম তারকা।


সংসদে উপস্থিত হয়ে তথ্যাদি পেশ করতে হবে পাকুয়েতাকে। এরপর অভিযোগ প্রমাণিত হলে নেয়া হবে উপযুক্ত ব্যবস্থা। যদিও পাকুয়েতা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।


পাকুয়েতার বিরুদ্ধে অভিযোগ আছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনেরও (এফএ)। জুয়াড়িদের সঙ্গে চুক্তি অনুযায়ী ইচ্ছা করেই নাকি হলুদ কার্ড দেখেন তিনি। ব্রাজিলের স্থানীয় বাজিকররা ছাড়াও ইউরোপের আরও একজন বাজিকর পাকুয়েতার কার্ড দেখা নিয়ে বাজি ধরেন। ২০২২ সালে ও ২০২৩ সালসহ চারটি ঘটনা নিয়ে ওই অভিযোগ। বিষয়টি নিয়ে এফএর তদন্ত অব্যাহত আছে। তা প্রমাণিত হলে পাকুয়েতা ইংল্যান্ডে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন।


পাকুয়েতার চাচা ব্রুনো টলেন্তিনোও বেটিংয়ে অভিযুক্ত, তাকে সহযোগিতার জন্য রিয়াল বেতিসের সাবেক ফুটবলার লুইস হেনরিককে ৫ হাজার পাউন্ড দিয়েছিলেন তিনি। হেনরিকও সন্দেহজনকভাবে ২টি হলুদ দেখেছিলেন। ওই ঘটনাকে পাকুয়েতার ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হচ্ছে। টলেন্তিনোকে সংসদে ডাকা হয়েছিল, নিজের নামটি ছাড়া আর কিছুই জানাননি তিনি। এ জন্য তার সমালোচনাও হয়েছিল।

অলিম্পিক লিঁও ছেড়ে ২০২২ সালে ওয়েস্ট হ্যামে নাম লিখিয়েছিলেন পাকুয়েতা। এর আগে তিনি ফ্রামেঙ্গো ও এসি মিলানে খেলেন।