ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo থানচিতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা Logo কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে: মির্জা ফখরুল Logo নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন Logo অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা Logo যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে Logo আওয়ামী লীগ ছাড়া সব দল নিয়ে নির্বাচন হবে, তারা ফিরবে বিচারের পর: আব্দুস সালাম Logo সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন দাবি Logo পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন Logo ইয়েমেনে দফায় দফায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের Logo ‘জনশক্তি’ নাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সামান্তার

ব্রাজিলের রেফারিকে কেন শাসালেন মেসি?

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ব্রাজিলের রেফারিকে কেন শাসালেন মেসি?

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে। আসুনসিয়নের দেল চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) আলবিসেলেস্তেদের ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ২০১৬ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয় পেল তারা।

প্যারাগুয়ের বিপক্ষে এমন হারের দিন মাঠেই মেজাজ হারালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। রেফারির সঙ্গে একচোট বাকবিতণ্ডাও হয়েছে তার।

 

এ দিন ম্যাচের একাদশ মিনিটে লাউতারো মার্টিনেজ লিড এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু ১৯তম মিনিটেই সমতায় ফিরে প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল হজম করে আলবিসেলেস্তেরা। ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে। 
 
 
এর আগে খেলার ৩৩ মিনিটে ফাউল করে একবার হলুদ কার্ড দেখেছিলেন প্যারাগুয়ের দ্বিতীয় গোলদাতা আলদেরেতে। চার মিনিট পর মেসিকে ফাউল করেন তিনি। সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানোর দাবি জানায় আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিলিয়ান রেফারি আন্দেরসন দারাস্কো তাতে কোনো সাড়া দেননি। অথচ তখন লাল কার্ড দেখলে দ্বিতীয় গোলটি হয়তো হজম করতে হতো না আর্জেন্টিনাকে। 
 
প্রথমবার দাবি না মানায় একবার ক্ষোভ প্রকাশ করেন মেসি। বিরতির সময় সতীর্থ নিকোলাস ওতামেন্দিকে নিয়ে আরও একবার রেফারির দিকে তর্জনি উঁচিয়ে ক্ষোভ ঝাড়েন এলএমটেন। পুরো ম্যাচেই মেসিকে বেশ কয়েকবার বাজেভাবে ট্যাকল করেছেন প্রতিপক্ষ খেলোয়াড়রা। শুধু তাই নয়, গ্যালারিতে মেসির ১০ নম্বর জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে। ফলে মেসিকে ঘিরে ‘ক্রেজ’ দেখা যায়, তা এই ম্যাচে অনেকটাই অনুপস্থিত ছিল। 
 
 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে নিয়ে সমালোচনা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি বলেন, ‘(রেফারি নিয়ে) অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হতে পারে। তাই এসব না বলাই ভালো। তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। তবে ম্যাচের ফলাফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ 
 
ম্যাচ হারলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১১ ম্যাচে আলবিসেলেস্তেদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে প্যারাগুয়ে। সমান পয়েন্ট নিয়ে চারে আছে উরুগুয়ে এবং পাঁচে আছে ইকুয়েডর।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
১৯ বার পড়া হয়েছে

ব্রাজিলের রেফারিকে কেন শাসালেন মেসি?

আপডেট সময় ০৭:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ব্রাজিলের রেফারিকে কেন শাসালেন মেসি?

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে। আসুনসিয়নের দেল চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) আলবিসেলেস্তেদের ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ২০১৬ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয় পেল তারা।

প্যারাগুয়ের বিপক্ষে এমন হারের দিন মাঠেই মেজাজ হারালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। রেফারির সঙ্গে একচোট বাকবিতণ্ডাও হয়েছে তার।

 

এ দিন ম্যাচের একাদশ মিনিটে লাউতারো মার্টিনেজ লিড এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু ১৯তম মিনিটেই সমতায় ফিরে প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল হজম করে আলবিসেলেস্তেরা। ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে। 
 
 
এর আগে খেলার ৩৩ মিনিটে ফাউল করে একবার হলুদ কার্ড দেখেছিলেন প্যারাগুয়ের দ্বিতীয় গোলদাতা আলদেরেতে। চার মিনিট পর মেসিকে ফাউল করেন তিনি। সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানোর দাবি জানায় আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিলিয়ান রেফারি আন্দেরসন দারাস্কো তাতে কোনো সাড়া দেননি। অথচ তখন লাল কার্ড দেখলে দ্বিতীয় গোলটি হয়তো হজম করতে হতো না আর্জেন্টিনাকে। 
 
প্রথমবার দাবি না মানায় একবার ক্ষোভ প্রকাশ করেন মেসি। বিরতির সময় সতীর্থ নিকোলাস ওতামেন্দিকে নিয়ে আরও একবার রেফারির দিকে তর্জনি উঁচিয়ে ক্ষোভ ঝাড়েন এলএমটেন। পুরো ম্যাচেই মেসিকে বেশ কয়েকবার বাজেভাবে ট্যাকল করেছেন প্রতিপক্ষ খেলোয়াড়রা। শুধু তাই নয়, গ্যালারিতে মেসির ১০ নম্বর জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে। ফলে মেসিকে ঘিরে ‘ক্রেজ’ দেখা যায়, তা এই ম্যাচে অনেকটাই অনুপস্থিত ছিল। 
 
 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে নিয়ে সমালোচনা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি বলেন, ‘(রেফারি নিয়ে) অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হতে পারে। তাই এসব না বলাই ভালো। তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। তবে ম্যাচের ফলাফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ 
 
ম্যাচ হারলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১১ ম্যাচে আলবিসেলেস্তেদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে প্যারাগুয়ে। সমান পয়েন্ট নিয়ে চারে আছে উরুগুয়ে এবং পাঁচে আছে ইকুয়েডর।