ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়ের কিছু নেই, বিএনপি কখনোই মাথা নিচু করেনি: মির্জা ফখরুলের মন্তব্য

নিজস্ব সংবাদ :

 

বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে যে ভালোমানুষের অবদান রয়েছে, তার অধিকাংশই বিএনপির।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি কখনোই মাথা নিচু করেনি, তাই দল ও তার নেতাকর্মীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বাংলাদেশ গড়ার কাজ করবেন তারেক রহমান।

মির্জা ফখরুল আরও জানান, বিএনপি হঠাৎ করেই আসেনি, বরং সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে এতদূর এসেছে। নতুন প্রজন্ম কিংবা যারা দেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্নমত পোষণ করতেন, তারা এখন দলটির সমালোচনা করছেন। ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংসের চেষ্টা করা হলেও বিএনপি শক্তভাবে টিকে রয়েছে। যারা গুম-খুনের মাধ্যমে দল ভাঙার চেষ্টা করেছিল, তারা দেশ ত্যাগ করেছে।

উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
১০ বার পড়া হয়েছে

ভয়ের কিছু নেই, বিএনপি কখনোই মাথা নিচু করেনি: মির্জা ফখরুলের মন্তব্য

আপডেট সময় ০১:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

 

বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে যে ভালোমানুষের অবদান রয়েছে, তার অধিকাংশই বিএনপির।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি কখনোই মাথা নিচু করেনি, তাই দল ও তার নেতাকর্মীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বাংলাদেশ গড়ার কাজ করবেন তারেক রহমান।

মির্জা ফখরুল আরও জানান, বিএনপি হঠাৎ করেই আসেনি, বরং সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে এতদূর এসেছে। নতুন প্রজন্ম কিংবা যারা দেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্নমত পোষণ করতেন, তারা এখন দলটির সমালোচনা করছেন। ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংসের চেষ্টা করা হলেও বিএনপি শক্তভাবে টিকে রয়েছে। যারা গুম-খুনের মাধ্যমে দল ভাঙার চেষ্টা করেছিল, তারা দেশ ত্যাগ করেছে।

উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য রাখবেন।