ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

ভারতের সিকিমে ভূমিধসে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ও আহত বহু

নিজস্ব সংবাদ :

 

ভারতের পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙ গ্রামে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও সিকিম সরকারের দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গেজিং জেলার পুলিশ সুপার শেরিং সেরপা জানান, ধসের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে, সেখানে একজন মারা যান। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেক মানুষ। শেষ পাওয়া খবরে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি।

চলমান প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপট:

এ বছরের বর্ষা মৌসুমে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা ও ভূমিধস মারাত্মক আকার ধারণ করেছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।

ভারতের সুপ্রিম কোর্ট পরিবেশ ধ্বংস এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে এই ধরনের দুর্যোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। ইতোমধ্যে কয়েকটি রাজ্য সরকারকে এ বিষয়ে নোটিসও পাঠানো হয়েছে।

এদিকে আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সামনের দিনগুলোতে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে পাহাড়ি এলাকাগুলোতে নতুন করে ভূমিধসের আশঙ্কাও রয়ে গেছে।

দুর্যোগ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৩৬ বার পড়া হয়েছে

ভারতের সিকিমে ভূমিধসে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ও আহত বহু

আপডেট সময় ০২:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

 

ভারতের পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙ গ্রামে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও সিকিম সরকারের দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গেজিং জেলার পুলিশ সুপার শেরিং সেরপা জানান, ধসের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে, সেখানে একজন মারা যান। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেক মানুষ। শেষ পাওয়া খবরে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি।

চলমান প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপট:

এ বছরের বর্ষা মৌসুমে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা ও ভূমিধস মারাত্মক আকার ধারণ করেছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।

ভারতের সুপ্রিম কোর্ট পরিবেশ ধ্বংস এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে এই ধরনের দুর্যোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। ইতোমধ্যে কয়েকটি রাজ্য সরকারকে এ বিষয়ে নোটিসও পাঠানো হয়েছে।

এদিকে আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সামনের দিনগুলোতে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে পাহাড়ি এলাকাগুলোতে নতুন করে ভূমিধসের আশঙ্কাও রয়ে গেছে।

দুর্যোগ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রশাসন।