ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

ভারতের সিকিমে ভূমিধসে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ও আহত বহু

নিজস্ব সংবাদ :

 

ভারতের পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙ গ্রামে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও সিকিম সরকারের দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গেজিং জেলার পুলিশ সুপার শেরিং সেরপা জানান, ধসের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে, সেখানে একজন মারা যান। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেক মানুষ। শেষ পাওয়া খবরে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি।

চলমান প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপট:

এ বছরের বর্ষা মৌসুমে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা ও ভূমিধস মারাত্মক আকার ধারণ করেছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।

ভারতের সুপ্রিম কোর্ট পরিবেশ ধ্বংস এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে এই ধরনের দুর্যোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। ইতোমধ্যে কয়েকটি রাজ্য সরকারকে এ বিষয়ে নোটিসও পাঠানো হয়েছে।

এদিকে আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সামনের দিনগুলোতে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে পাহাড়ি এলাকাগুলোতে নতুন করে ভূমিধসের আশঙ্কাও রয়ে গেছে।

দুর্যোগ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৬৪ বার পড়া হয়েছে

ভারতের সিকিমে ভূমিধসে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ও আহত বহু

আপডেট সময় ০২:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

 

ভারতের পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙ গ্রামে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও সিকিম সরকারের দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গেজিং জেলার পুলিশ সুপার শেরিং সেরপা জানান, ধসের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে, সেখানে একজন মারা যান। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেক মানুষ। শেষ পাওয়া খবরে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি।

চলমান প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপট:

এ বছরের বর্ষা মৌসুমে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা ও ভূমিধস মারাত্মক আকার ধারণ করেছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে।

ভারতের সুপ্রিম কোর্ট পরিবেশ ধ্বংস এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে এই ধরনের দুর্যোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে। ইতোমধ্যে কয়েকটি রাজ্য সরকারকে এ বিষয়ে নোটিসও পাঠানো হয়েছে।

এদিকে আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সামনের দিনগুলোতে আরও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে পাহাড়ি এলাকাগুলোতে নতুন করে ভূমিধসের আশঙ্কাও রয়ে গেছে।

দুর্যোগ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন প্রশাসন।