ব্রেকিং নিউজ :
ভূমিকম্পে কাঁপছে ফিলিপাইন, বড় ক্ষতির আশঙ্কা
ফিলিপাইনের উত্তরাঞ্চলের একটি শহরের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয় বলে জানায় দেশটির ভূকম্পবিদ সংস্থা।
আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে, হাজারো মানুষ দৌড়ে বেরিয়ে আসে অফিস ও ভবন থেকে। প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষের এই শহরে এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
এর মাত্র দশ দিন আগে দেশটিতে আরও একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে।
















