ব্রেকিং নিউজ :
ভৈরবকে জেলা করার দাবিতে নৌপথ অবরোধ
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ছাত্র ও সাধারণ মানুষ নৌপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ভৈরব বাজারের লঞ্চ ও কার্গো ঘাটে এই কর্মসূচি চলে, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
অবরোধ চলাকালে বক্তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হলে ৩০ অক্টোবর সড়ক, রেল ও নৌপথ একযোগে অবরোধ করা হবে।
জেলা বাস্তবায়ন কমিটির নেতা মৌলানা সাইফুর রহমান শাহরিয়ার, জোনায়েত আলম ও গণঅধিকার পরিষদের ইমতিয়াজ আহমেদ কাজল বক্তব্য দেন।
পুলিশ জানায়, কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, কোনো সংঘাত ঘটেনি। তবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
















