ব্রেকিং নিউজ :
মণিপুরে কারফিউ অব্যাহত, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
মণিপুরে কারফিউ অব্যাহত, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান।
সাম্প্রদায়িক সহিংসতার জেরে ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। এই রাজ্যের বেশ কয়েকটি শহরে এখনও জারি রয়েছে কারফিউ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সময়সীমা মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার।
সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এদিকে জিরিবামে নিহত মেইতেই পরিবারের ৬ জনের ময়নাতদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের শিশুর মাথায় গুলির আঘাত রয়েছে এবং একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। এ ছাড়া শিশুটির মা ও দাদির শরীরে একাধিক গুলি ও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
এদিকে সোমবার থেকে পূর্ব ইম্ফাল, পশ্চিম ইম্ফাল, জিরিবাম, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুরে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
এদিকে, ইম্ফালে সংসদ সদস্যদের বাড়িতে হামলায় জড়িত থাকার অভিযোগে আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live কারফিউ মণিপুর মণিপুরে সহিংসতা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ