ব্রেকিং নিউজ :
মতিঝিল–শাহবাগে আবার চলছে মেট্রোরেল
দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় সেবা চালু করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এর আগে দুপুরে ফার্মগেটে মেট্রোরেল লাইনের ‘বিয়ারিং প্যাড’ নিচে পড়ে একজন নিহত হন, ফলে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।
বিকাল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সেবা পুনরায় চালু হয়, পরে সন্ধ্যায় মতিঝিল–শাহবাগ অংশেও ট্রেন চালু হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিতের পরই চলাচল স্বাভাবিক করা হয়েছে।
















