ব্রেকিং নিউজ :
মন থেকে ভালোবাসা পেলেন, চেক ফিরিয়ে দিলেন নেতা
সুনামগঞ্জের বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল রোববার (২৬ অক্টোবর) তাহিরপুরের এক কর্মী সমাবেশে মঞ্চে দেওয়া ১০ লাখ টাকার একটি চেক ফেরত দিয়েছেন। জেলার জামালগঞ্জে পূর্বদিন এক নির্বাচনি সমাবেশে স্থানীয় কর্মী নূর কাসেম মঞ্চে উঠে নেতা কামরুজ্জামানের হাতে ওই চেকটি তুলে দেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় বসল।
নূর কাসেম বলেন, তিনি নেতাকে ভালোবাসার নিদর্শন হিসেবে চেকটি দিয়েছেন; কিন্তু কামরুজ্জামান চেকটি গ্রহণ না করে শুধুমাত্র ভালোবাসা গ্রহণ করেছেন এবং চেক ফেরত দিয়েছেন। জামালগঞ্জ সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল—কেউ ফুল দিলেন, কেউ নোটের মালা। নেতা জানান, জনগণের এই ভালোবাসা তিনি গ্রহণ করেছেন, আর আর্থিক অনুদান তিনি নিতে রাজি হননি।
















