ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে Logo নির্বাচন ঘিরে গোপন হামলার শঙ্কা ইসির, কঠোর অবস্থানের ঘোষণা কমিশনার সানাউল্লাহর Logo হাদির ওপর হামলায় ফয়সালের গুলিবর্ষণ, বাইক চালক আলমগীর—ডিএমপির তথ্য Logo কলকাতার বিশৃঙ্খলার পর হায়দরাবাদে মেসির মোহ, সামনে মুম্বাই ও দিল্লি সফর

মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ইটভাটা শ্রমিক সর্দারের গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব সংবাদ :

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মোস্তাক হোসেন নামে এক ইটভাটা শ্রমিক সর্দারের ওপর গলা কেটে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে খালিশপুরের পুরুন্দপুর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশের কলাবাগান থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি পৌরসভার পাতিবিলা এলাকার আবুল হোসেনের ছেলে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে প্রধান অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশ। বাবুল মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা ও খালেকের ছেলে।

মহেশপুর থানা পুলিশ ও মামলার এজাহার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোস্তাক ও বাবুল উভয়েই ইটভাটায় শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন। শ্রমিক সরবরাহের নামে বাবুল মোস্তাকের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নিলেও শ্রমিক না দিয়ে টালবাহানা শুরু করেন।

বুধবার বিকেলে বাবুল টাকা ফেরত ও শ্রমিক দেওয়ার কথা বলে মোস্তাককে মারুফদহ এলাকায় নিয়ে যান। সেখানে কথা বলা শেষে সন্ধ্যায় দুজন একই মোটরসাইকেলে ফিরছিলেন। ফেরার পথে মোস্তাক বাকি টাকা দিতে চাপ দিলে বাবুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুপদহ–পুরুন্দপুর মাঠে পৌঁছে পেছন থেকে ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। এতে মোটরসাইকেল থেকে তারা পড়ে যান। উঠে বাবুল আবারও মোস্তাকের ঘাড়ে ছুরি চালান। পরে পথচারীরা এগিয়ে এলে বাবুল সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাবুলকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৫১ বার পড়া হয়েছে

মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: ইটভাটা শ্রমিক সর্দারের গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৭:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মোস্তাক হোসেন নামে এক ইটভাটা শ্রমিক সর্দারের ওপর গলা কেটে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে খালিশপুরের পুরুন্দপুর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশের কলাবাগান থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি পৌরসভার পাতিবিলা এলাকার আবুল হোসেনের ছেলে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে প্রধান অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশ। বাবুল মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা ও খালেকের ছেলে।

মহেশপুর থানা পুলিশ ও মামলার এজাহার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোস্তাক ও বাবুল উভয়েই ইটভাটায় শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন। শ্রমিক সরবরাহের নামে বাবুল মোস্তাকের কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নিলেও শ্রমিক না দিয়ে টালবাহানা শুরু করেন।

বুধবার বিকেলে বাবুল টাকা ফেরত ও শ্রমিক দেওয়ার কথা বলে মোস্তাককে মারুফদহ এলাকায় নিয়ে যান। সেখানে কথা বলা শেষে সন্ধ্যায় দুজন একই মোটরসাইকেলে ফিরছিলেন। ফেরার পথে মোস্তাক বাকি টাকা দিতে চাপ দিলে বাবুল পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুপদহ–পুরুন্দপুর মাঠে পৌঁছে পেছন থেকে ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। এতে মোটরসাইকেল থেকে তারা পড়ে যান। উঠে বাবুল আবারও মোস্তাকের ঘাড়ে ছুরি চালান। পরে পথচারীরা এগিয়ে এলে বাবুল সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাবুলকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।