মানবতাবিরোধী মামলার রায়—এবি পার্টি বলছে ‘ন্যায় প্রতিষ্ঠার দিন’
বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়কে তারা ইতিহাসে শোষিত মানুষের ন্যায়সঙ্গত বিজয়ের প্রতিফলন হিসেবে দেখছে।
সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মঞ্জু উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রচলিত বহু নীতিবাক্য আজকের রায়ের মাধ্যমে আবারও সত্যতার প্রমাণ পেল। তিনি বলেন, ‘অহংকার পতনের মূল’, ‘সত্য টিকে থাকে, মিথ্যা বিলীন হয়’, কিংবা ‘চোরের দশ দিন—গৃহস্থের একদিন’—এ ধরনের প্রবাদগুলো কেবল অতীতের অত্যাচারীদের জন্যই নয়; ভবিষ্যতে কেউ অন্যায় করলে তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হয়ে থাকে।
তিনি আরও বলেন, জনগণের বিশ্বাস এবার আবারও ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো, যা দেশের রাজনৈতিক সংস্কৃতি ও বিচারপ্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।




















