ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মুখ দেখিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় যাচাই চান পর্দানশীন নারীরা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

মুখ দেখিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় যাচাই চান পর্দানশীন নারীরা।

খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছে পর্দানশীন নারীরা। চেহারার সঙ্গে ছবি মিলিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তাদের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার  হাতিমুড়া বাজারে খাগড়াছড়ি জেলা পর্দানশীন নারী সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে শতশত পর্দানশীন নারীরা অংশ গ্রহণ করে।

মানববন্ধনে পর্দানশীন নারীরা বলেন, ‘শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে।’

পর্দানশীন নারীরা এসব হয়রানির অবসান চান। চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তোলেন।

সমাবেশ শেষে পর্দানশীন নারীরা জেলা নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা শিক্ষা অফিসারকে স্মারকলিপি দিয়েছেন।

সমাবেশে খাগড়াছড়ি জেলা পর্দানশীন নারী সমাজের সভাপতি আমেনা খাতুন ও সাধারণ সম্পাদক মাহিনুর আক্তার বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
৮ বার পড়া হয়েছে

মুখ দেখিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় যাচাই চান পর্দানশীন নারীরা

আপডেট সময় ০৮:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

মুখ দেখিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় যাচাই চান পর্দানশীন নারীরা।

খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছে পর্দানশীন নারীরা। চেহারার সঙ্গে ছবি মিলিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তাদের।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার  হাতিমুড়া বাজারে খাগড়াছড়ি জেলা পর্দানশীন নারী সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে শতশত পর্দানশীন নারীরা অংশ গ্রহণ করে।

মানববন্ধনে পর্দানশীন নারীরা বলেন, ‘শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে।’

পর্দানশীন নারীরা এসব হয়রানির অবসান চান। চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তোলেন।

সমাবেশ শেষে পর্দানশীন নারীরা জেলা নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা শিক্ষা অফিসারকে স্মারকলিপি দিয়েছেন।

সমাবেশে খাগড়াছড়ি জেলা পর্দানশীন নারী সমাজের সভাপতি আমেনা খাতুন ও সাধারণ সম্পাদক মাহিনুর আক্তার বক্তব্য রাখেন।