ব্রেকিং নিউজ :
মুন্সিগঞ্জে বোমা তৈরির সরঞ্জামসহ অস্ত্র উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলার মানিকপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে শতাধিক গুলি, একটি পাইপগান এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আব্দুল হালিম মীর (৬০), শফিকুল মীর (৩৮) ও সোহেল মীর (৩০)-কে গ্রেফতার করা হয়। তারা সবাই সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনায় এই অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ করা হয়েছিল। উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে গুলি, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
















