যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে।
যশোর করেসপনডেন্ট:
যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। পৃথক তিন আদালতে রোববার (২২ ডিসেম্বর) তারা আত্মসমর্পণ করেন। পরে আদালত ১২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে আদালত খাসকামরা থেকে কারাগারের উদ্দেশ্যে পিজন ভ্যানে উঠানোর আগে আদালত চত্বরে স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।
যশোর কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন বলেন, নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে রয়েছে যশোর সদর উপজেলার ২০, অভয়নগর উপজেলার ১০৫ ও কেশবপুরের ৪২ জন।
তিনি বলেন, আদালত আত্মসমর্পনকারীদের মধ্য থেকে ১২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আর ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন।