ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

নিজস্ব সংবাদ :

 

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে ‘একটি নতুন আক্রমণাত্মক পর্যায়ের সূচনা’ হিসেবে উল্লেখ করেছেন।

এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “দেখা যাক, আমি টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা চিন্তা করছি।”

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় দফা টেলিফোন সংলাপের পর এই বিষয়টি সামনে আসে। ওই আলোচনায় জেলেনস্কি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে উন্নত সামরিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাশিয়া ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে এবং ওয়াশিংটন-মস্কো সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

টমাহক ক্ষেপণাস্ত্র প্রায় ২,৫০০ কিলোমিটার (১,৫০০ মাইল) দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মাধ্যমে ইউক্রেন থেকে সরাসরি রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত হামলা চালানো সম্ভব।

টেলিফোন আলাপচারিতায় ট্রাম্প ও জেলেনস্কি ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং দীর্ঘপাল্লার অস্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

রাশিয়ার একাধিক ড্রোন ও মিসাইল হামলার ফলে ইউক্রেনের বিভিন্ন শহর—বিশেষ করে কিয়েভ—বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব হামলার লক্ষ্য হচ্ছে দেশের বিদ্যুৎ অবকাঠামোকে বিপর্যস্ত করা।

তথ্যসূত্র: বিবিসি নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
৯৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময় ১২:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

 

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে ‘একটি নতুন আক্রমণাত্মক পর্যায়ের সূচনা’ হিসেবে উল্লেখ করেছেন।

এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “দেখা যাক, আমি টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা চিন্তা করছি।”

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় দফা টেলিফোন সংলাপের পর এই বিষয়টি সামনে আসে। ওই আলোচনায় জেলেনস্কি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে উন্নত সামরিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাশিয়া ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে এবং ওয়াশিংটন-মস্কো সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

টমাহক ক্ষেপণাস্ত্র প্রায় ২,৫০০ কিলোমিটার (১,৫০০ মাইল) দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মাধ্যমে ইউক্রেন থেকে সরাসরি রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত হামলা চালানো সম্ভব।

টেলিফোন আলাপচারিতায় ট্রাম্প ও জেলেনস্কি ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং দীর্ঘপাল্লার অস্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

রাশিয়ার একাধিক ড্রোন ও মিসাইল হামলার ফলে ইউক্রেনের বিভিন্ন শহর—বিশেষ করে কিয়েভ—বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব হামলার লক্ষ্য হচ্ছে দেশের বিদ্যুৎ অবকাঠামোকে বিপর্যস্ত করা।

তথ্যসূত্র: বিবিসি নিউজ