রাকসু নির্বাচনে চলছে ভোটগ্রহণ, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা ৩৫ বছর পর আয়োজিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
ভোট শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়ে। নির্বাচন উপলক্ষে সকাল ৭টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিতরণ করা হয় হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ওএমআর প্রযুক্তি সংবলিত ব্যালট পেপার ও অমোচনীয় কালি।
এবারের রাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৮,৯০১ জন। এর মধ্যে ৩৯.১ শতাংশ নারী এবং ৬০.৯ শতাংশ পুরুষ ভোটার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৬০ জন প্রার্থী, যাদের মধ্যে কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদের জন্য ৩০৫ জন, সিনেটের ৫টি পদের জন্য ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদের জন্য ৫৫৫ জন প্রার্থী রয়েছেন।
ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন পরিচালনার জন্য ২১২ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে ১৭ জন প্রিজাইডিং অফিসার এবং বাকি শিক্ষকরা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করছেন। এছাড়া আরও ৯১ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন।
নির্বাচন ঘিরে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ক্যাম্পাসজুড়ে মোতায়েন রয়েছে প্রায় ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
ভোটগ্রহণ শেষে গণনা করা হবে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে, আর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।