ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু

রাজকীয় জেটে বিলাসভ্রমণ, রাজার পাশে ১৫ স্ত্রী!

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

আফ্রিকার ছোট দেশ ইসওয়াতিনির রাজা এমসোয়াতি তৃতীয়কে ঘিরে ফের সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—রাজা তার ১৫ স্ত্রী, ৩০ সন্তান এবং শতাধিক কর্মচারী নিয়ে ব্যক্তিগত বিমানে আবুধাবিতে অবতরণ করছেন।

ভিডিওটি প্রথমে জুলাই মাসে প্রকাশিত হলেও সাম্প্রতিক সময়ে আবারও ভাইরাল হয়। এতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে রাজা বিমান থেকে নামছেন, আর পেছনে রাজকীয় সাজে তার স্ত্রীদের সারি। টেক্সটে উল্লেখ ছিল—‘ইসওয়াতিনির রাজা ১৫ স্ত্রী ও ১০০ দাসসহ আবুধাবিতে পৌঁছেছেন।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজার সঙ্গে তার ৩০ সন্তানও ছিলেন, ফলে বিমানবন্দরের একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইসওয়াতিনির জনগণ রাজার বিলাসবহুল জীবন ও দেশের দারিদ্র্যের তুলনা টেনে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “জনগণ অনাহারে, অথচ রাজা ব্যক্তিগত জেটে বিলাস ভ্রমণে।”

রাজা এমসোয়াতি ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং বর্তমানে আফ্রিকার একমাত্র পূর্ণ নির্বাহী ক্ষমতাসম্পন্ন রাজা। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ইসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

প্রতি বছর ‘রিড ড্যান্স’ উৎসবে নতুন স্ত্রী নির্বাচন করেন রাজা এমসোয়াতি, যা কেউ সাংস্কৃতিক ঐতিহ্য মনে করলেও অনেকে সমালোচনা করেন নারীদের প্রতি অসম্মানজনক প্রথা হিসেবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৬৭ বার পড়া হয়েছে

রাজকীয় জেটে বিলাসভ্রমণ, রাজার পাশে ১৫ স্ত্রী!

আপডেট সময় ০৯:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

আফ্রিকার ছোট দেশ ইসওয়াতিনির রাজা এমসোয়াতি তৃতীয়কে ঘিরে ফের সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—রাজা তার ১৫ স্ত্রী, ৩০ সন্তান এবং শতাধিক কর্মচারী নিয়ে ব্যক্তিগত বিমানে আবুধাবিতে অবতরণ করছেন।

ভিডিওটি প্রথমে জুলাই মাসে প্রকাশিত হলেও সাম্প্রতিক সময়ে আবারও ভাইরাল হয়। এতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে রাজা বিমান থেকে নামছেন, আর পেছনে রাজকীয় সাজে তার স্ত্রীদের সারি। টেক্সটে উল্লেখ ছিল—‘ইসওয়াতিনির রাজা ১৫ স্ত্রী ও ১০০ দাসসহ আবুধাবিতে পৌঁছেছেন।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজার সঙ্গে তার ৩০ সন্তানও ছিলেন, ফলে বিমানবন্দরের একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইসওয়াতিনির জনগণ রাজার বিলাসবহুল জীবন ও দেশের দারিদ্র্যের তুলনা টেনে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “জনগণ অনাহারে, অথচ রাজা ব্যক্তিগত জেটে বিলাস ভ্রমণে।”

রাজা এমসোয়াতি ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং বর্তমানে আফ্রিকার একমাত্র পূর্ণ নির্বাহী ক্ষমতাসম্পন্ন রাজা। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ইসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

প্রতি বছর ‘রিড ড্যান্স’ উৎসবে নতুন স্ত্রী নির্বাচন করেন রাজা এমসোয়াতি, যা কেউ সাংস্কৃতিক ঐতিহ্য মনে করলেও অনেকে সমালোচনা করেন নারীদের প্রতি অসম্মানজনক প্রথা হিসেবে।