ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

রাজকীয় জেটে বিলাসভ্রমণ, রাজার পাশে ১৫ স্ত্রী!

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

আফ্রিকার ছোট দেশ ইসওয়াতিনির রাজা এমসোয়াতি তৃতীয়কে ঘিরে ফের সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—রাজা তার ১৫ স্ত্রী, ৩০ সন্তান এবং শতাধিক কর্মচারী নিয়ে ব্যক্তিগত বিমানে আবুধাবিতে অবতরণ করছেন।

ভিডিওটি প্রথমে জুলাই মাসে প্রকাশিত হলেও সাম্প্রতিক সময়ে আবারও ভাইরাল হয়। এতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে রাজা বিমান থেকে নামছেন, আর পেছনে রাজকীয় সাজে তার স্ত্রীদের সারি। টেক্সটে উল্লেখ ছিল—‘ইসওয়াতিনির রাজা ১৫ স্ত্রী ও ১০০ দাসসহ আবুধাবিতে পৌঁছেছেন।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজার সঙ্গে তার ৩০ সন্তানও ছিলেন, ফলে বিমানবন্দরের একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইসওয়াতিনির জনগণ রাজার বিলাসবহুল জীবন ও দেশের দারিদ্র্যের তুলনা টেনে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “জনগণ অনাহারে, অথচ রাজা ব্যক্তিগত জেটে বিলাস ভ্রমণে।”

রাজা এমসোয়াতি ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং বর্তমানে আফ্রিকার একমাত্র পূর্ণ নির্বাহী ক্ষমতাসম্পন্ন রাজা। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ইসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

প্রতি বছর ‘রিড ড্যান্স’ উৎসবে নতুন স্ত্রী নির্বাচন করেন রাজা এমসোয়াতি, যা কেউ সাংস্কৃতিক ঐতিহ্য মনে করলেও অনেকে সমালোচনা করেন নারীদের প্রতি অসম্মানজনক প্রথা হিসেবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৫৫ বার পড়া হয়েছে

রাজকীয় জেটে বিলাসভ্রমণ, রাজার পাশে ১৫ স্ত্রী!

আপডেট সময় ০৯:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

আফ্রিকার ছোট দেশ ইসওয়াতিনির রাজা এমসোয়াতি তৃতীয়কে ঘিরে ফের সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—রাজা তার ১৫ স্ত্রী, ৩০ সন্তান এবং শতাধিক কর্মচারী নিয়ে ব্যক্তিগত বিমানে আবুধাবিতে অবতরণ করছেন।

ভিডিওটি প্রথমে জুলাই মাসে প্রকাশিত হলেও সাম্প্রতিক সময়ে আবারও ভাইরাল হয়। এতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে রাজা বিমান থেকে নামছেন, আর পেছনে রাজকীয় সাজে তার স্ত্রীদের সারি। টেক্সটে উল্লেখ ছিল—‘ইসওয়াতিনির রাজা ১৫ স্ত্রী ও ১০০ দাসসহ আবুধাবিতে পৌঁছেছেন।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজার সঙ্গে তার ৩০ সন্তানও ছিলেন, ফলে বিমানবন্দরের একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইসওয়াতিনির জনগণ রাজার বিলাসবহুল জীবন ও দেশের দারিদ্র্যের তুলনা টেনে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “জনগণ অনাহারে, অথচ রাজা ব্যক্তিগত জেটে বিলাস ভ্রমণে।”

রাজা এমসোয়াতি ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং বর্তমানে আফ্রিকার একমাত্র পূর্ণ নির্বাহী ক্ষমতাসম্পন্ন রাজা। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ইসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

প্রতি বছর ‘রিড ড্যান্স’ উৎসবে নতুন স্ত্রী নির্বাচন করেন রাজা এমসোয়াতি, যা কেউ সাংস্কৃতিক ঐতিহ্য মনে করলেও অনেকে সমালোচনা করেন নারীদের প্রতি অসম্মানজনক প্রথা হিসেবে।