ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শাহবাগে ছাত্রদলের গণসমাবেশ শুরু, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান Logo মোহাম্মদপুর-আদাবরে পুলিশের অভিযান, ২১ জন গ্রেফতার Logo আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ, যান চলাচলে নিয়ন্ত্রণ Logo গাজীপুরে ঘরে আগুন দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ Logo ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়ে রাশিয়ার তেল কিনছে ভারত Logo ইসরায়েলিদের যুদ্ধ সমর্থন ফুরিয়েছে: বিরোধীদলীয় নেতার বিস্ফোরক মন্তব্য Logo মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে খুলেছে কার্যক্রম, আজ পাঠদান বন্ধ Logo সাবমেরিন ক্ষমতায় কার অবস্থান শক্তিশালী—যুক্তরাষ্ট্র না রাশিয়া? Logo ৫ আগস্ট দেশে শান্তিপূর্ণ গণমিছিল আয়োজনের ঘোষণা জামায়াতের Logo মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনের সাক্ষ্য

রাবিতে শার্ট-ক্যাপ পরিয়ে নারী শিক্ষার্থীকে নিয়ে হলে রাত্রিযাপন

নিজস্ব সংবাদ :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী শার্ট-ক্যাপ পরিয়ে এক নারী শিক্ষার্থীকে নিয়ে হলে রাত্রিযাপন করেছেন। এ ঘটনায় হল কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে।

গত ৪ জুন হলের ১৫৩ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আজ শনিবার (২১ জুন) দুপুরে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ওই নারী শিক্ষার্থী একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

হলের কয়েকজন শিক্ষার্থী ও নিরাপত্তা প্রহরী জানান, ৪ জুন ভোরে একটি ছাত্র সাইকেল চালিয়ে হল থেকে তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তার সাইকেলের পেছনে একটি মেয়ে বসা ছিল তার গায়ে শার্ট আর মাথায় ক্যাপ পড়া ছিল। বিষয়টি তাদের চোখে অস্বাভাবিক লাগায় তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয় শিক্ষাথীরা।

বিষয়টি নিশ্চিত করে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. মোতাহার হোসেন বলেন, ঘটনাটি সত্য। হলের কয়েকজন শিক্ষার্থী এ ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছিল। তবে ওই শিক্ষার্থী বাড়িতে অবস্থান করায় জবাবদিহি করা যায়নি। ক্যাম্পাসে আসলে তাকে ডেকে জবাবদিহি করা হয়েছে।

ঘটনাটি স্বীকার করায় শুধু তার হলের আসন বাতিল করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকে বিষয়টি অবহিত করা হয়েছে, বিরুদ্ধে প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হবে।

অভিযুক্ত নাজমুল ইসলামের বলেছেন, গত ৩ জুন তার জন্মদিন ছিল। সেদিন জন্মদিন পালন করতে গিয়ে রাত হয়ে যায়। আর ওই নারী শিক্ষার্থীকে ঈদের ছুটির জন্য মেস থেকে তিন তারিখের মধ্যে চলে যেতে বলা হয়। তাই নারী শিক্ষার্থী মেসে যেতে না পারায় তাকে রাখার জন্য অনুরোধ করেন। পরে তাকে রাতে নিরাপত্তার জন্য  হলে নিয়ে এসেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপ-কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেছেন, বিষয়টি হল প্রশাসন মৌখিকভাবে জানিয়েছেন। তদন্ত করে ঐ শিক্ষাথীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
৪৪ বার পড়া হয়েছে

রাবিতে শার্ট-ক্যাপ পরিয়ে নারী শিক্ষার্থীকে নিয়ে হলে রাত্রিযাপন

আপডেট সময় ০৫:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী শার্ট-ক্যাপ পরিয়ে এক নারী শিক্ষার্থীকে নিয়ে হলে রাত্রিযাপন করেছেন। এ ঘটনায় হল কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে।

গত ৪ জুন হলের ১৫৩ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আজ শনিবার (২১ জুন) দুপুরে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ওই নারী শিক্ষার্থী একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

হলের কয়েকজন শিক্ষার্থী ও নিরাপত্তা প্রহরী জানান, ৪ জুন ভোরে একটি ছাত্র সাইকেল চালিয়ে হল থেকে তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তার সাইকেলের পেছনে একটি মেয়ে বসা ছিল তার গায়ে শার্ট আর মাথায় ক্যাপ পড়া ছিল। বিষয়টি তাদের চোখে অস্বাভাবিক লাগায় তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয় শিক্ষাথীরা।

বিষয়টি নিশ্চিত করে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. মোতাহার হোসেন বলেন, ঘটনাটি সত্য। হলের কয়েকজন শিক্ষার্থী এ ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছিল। তবে ওই শিক্ষার্থী বাড়িতে অবস্থান করায় জবাবদিহি করা যায়নি। ক্যাম্পাসে আসলে তাকে ডেকে জবাবদিহি করা হয়েছে।

ঘটনাটি স্বীকার করায় শুধু তার হলের আসন বাতিল করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকে বিষয়টি অবহিত করা হয়েছে, বিরুদ্ধে প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হবে।

অভিযুক্ত নাজমুল ইসলামের বলেছেন, গত ৩ জুন তার জন্মদিন ছিল। সেদিন জন্মদিন পালন করতে গিয়ে রাত হয়ে যায়। আর ওই নারী শিক্ষার্থীকে ঈদের ছুটির জন্য মেস থেকে তিন তারিখের মধ্যে চলে যেতে বলা হয়। তাই নারী শিক্ষার্থী মেসে যেতে না পারায় তাকে রাখার জন্য অনুরোধ করেন। পরে তাকে রাতে নিরাপত্তার জন্য  হলে নিয়ে এসেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপ-কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেছেন, বিষয়টি হল প্রশাসন মৌখিকভাবে জানিয়েছেন। তদন্ত করে ঐ শিক্ষাথীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।