ব্রেকিং নিউজ :
রাশিয়ার কামচাটকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে একটি প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪ এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
অন্যদিকে, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, একই অঞ্চলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল)।
কম্পন অনুভূত হওয়ার পরই সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জুলাই মাসে একই এলাকায় ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।