ব্রেকিং নিউজ :
রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফ্রন্টলাইন পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন দাবি করেন, চলতি বছর ইউক্রেনের প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে রাশিয়া, যা দেশটির মোট ভূমির প্রায় ২০ শতাংশ।
তিনি আরও জানান, ইউক্রেনীয় বাহিনী ক্রমাগত পিছু হটছে এবং মস্কোর ধারাবাহিক আক্রমণে তারা চাপে পড়েছে।
অন্যদিকে ইউক্রেন জানায়, গত একদিনে রাশিয়া ১১৬টি আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছে, যার মধ্যে তাদের প্রতিরক্ষা বাহিনী ৮৩টি সফলভাবে প্রতিহত করেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।