রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাকে হাজিরার নির্দেশ
রাষ্ট্রদ্রোহ মামলায় পলাতক আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৬০ জনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশের প্রতিবেদন পর্যালোচনা শেষে বিচারক জুয়েল রানা আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এর আগে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও আসামিদের ধরতে ব্যর্থ হয় পুলিশ। তাই নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়।
এই মামলায় ইতিমধ্যে সাবিনা আক্তার তুহিনসহ ২৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের পক্ষে জামিন আবেদন নাকচ করে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক। অভিযোগে বলা হয়, গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের নির্দেশ দেন।
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তদন্তে দেখা যায়, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের সংগঠনের নেতাকর্মীরাও এতে যুক্ত ছিলেন।