ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা Logo সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত, উপকারভোগীর সংখ্যাও বাড়ছে

র‍্যাবের টিএফআই সেলে গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আওয়ামী লীগ সরকারের সময় র‍্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন আজ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ সংক্রান্ত আদেশ দেবেন।
এদিন আসামিদের পক্ষ থেকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দাখিল করা আবেদনের বিষয়েও সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।
মামলার ১৭ আসামির মধ্যে বর্তমানে গ্রেফতার রয়েছেন ১০ জন সেনা কর্মকর্তা। তারা হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (এলপিআরে); এবং লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন আসামি এখনো পলাতক রয়েছেন।
এর আগে, আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গ্রেফতারি পরোয়ানা জারির পর ১১ অক্টোবর সেনাবাহিনী জানায়, কর্মরত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা আর্মি অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, দুই মামলার ৩০ আসামির মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। এদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে এবং ১৫ জন কর্মরত রয়েছেন।
পরবর্তীতে, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৭০ বার পড়া হয়েছে

র‍্যাবের টিএফআই সেলে গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আপডেট সময় ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আওয়ামী লীগ সরকারের সময় র‍্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন আজ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ সংক্রান্ত আদেশ দেবেন।
এদিন আসামিদের পক্ষ থেকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দাখিল করা আবেদনের বিষয়েও সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।
মামলার ১৭ আসামির মধ্যে বর্তমানে গ্রেফতার রয়েছেন ১০ জন সেনা কর্মকর্তা। তারা হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (এলপিআরে); এবং লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন আসামি এখনো পলাতক রয়েছেন।
এর আগে, আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গ্রেফতারি পরোয়ানা জারির পর ১১ অক্টোবর সেনাবাহিনী জানায়, কর্মরত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা আর্মি অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, দুই মামলার ৩০ আসামির মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। এদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে এবং ১৫ জন কর্মরত রয়েছেন।
পরবর্তীতে, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।