লন্ডনে উন্নত চিকিৎসার প্রস্তুতি: শুক্রবারই দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার সরকারের সরবরাহ করা একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে যাত্রা করতে পারেন—এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপে তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে মোট ১৬ জন সহযাত্রী থাকবেন। এর মধ্যে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান এবং কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক—ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।
এ ছাড়া সফরসঙ্গীদের তালিকায় আছেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক ও মাসুদার রহমান। খালেদা জিয়ার ব্যক্তিগত পরিচর্যার দায়িত্বে থাকা ফাতেমা বেগম ও রুপা শিকদারও সঙ্গে থাকবেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত সমস্যা, চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও চিকিৎসা নিতে তিনি সক্ষম রয়েছেন।
ইতোমধ্যে যুক্তরাজ্য ও চীন থেকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। গত ২৩ নভেম্বর গুলশানের ফিরোজা বাসা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকদের নির্দেশে পরবর্তীতে ভর্তি করা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে।






















