ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু

শবরীমালায় যাওয়ার পথে হেলিপ্যাডে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদ :

 

কেরালার শবরীমালায় সফরের সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে তার হেলিকপ্টার অবতরণের সময় কংক্রিট হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে, যার ফলে হেলিকপ্টারটি সাময়িকভাবে ভারসাম্য হারায়।

ঘটনাটি ঘটে কেরালার প্রমাদম এলাকার রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে। মূলত নীলাক্কাল এলাকায় রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণের কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে পরিবর্তন করে স্টেডিয়ামের নবনির্মিত হেলিপ্যাড বেছে নেওয়া হয়। রাতারাতি নির্মাণ করা হয় সেই অবতরণস্থল।

অবতরণের সময় হেলিকপ্টারের চাকা হেলিপ্যাডের একটি দুর্বল অংশে আটকে যায়, এবং অতিরিক্ত ভারে কংক্রিটের ওই অংশ ভেঙে পড়ে। হেলিকপ্টারটি সামান্য কাত হয়ে পড়লেও, রাষ্ট্রপতি নিরাপদেই ছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল এবং নিরাপত্তাকর্মীরা তৎপর হয়ে হেলিকপ্টারটিকে গর্ত থেকে সরিয়ে আনেন।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, এই ঘটনায় হেলিকপ্টারে সামান্য ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে, হেলিপ্যাডের কংক্রিট সম্পূর্ণভাবে শক্ত হয়ে ওঠেনি, যার ফলে চাকা বসে গিয়ে মাটি দেবে যায়। একটি স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তা কর্মীরা হাত দিয়ে ঠেলে হেলিকপ্টারের চাকা গর্ত থেকে বের করছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সফরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে শেষ মুহূর্তে তৈরি করা হেলিপ্যাড রাষ্ট্রপতির মতো উচ্চপদস্থ ব্যক্তির জন্য কতটা নিরাপদ ছিল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্রের খবর, রাষ্ট্রপতির দফতর ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাইতে পারে।

দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৪৩ বার পড়া হয়েছে

শবরীমালায় যাওয়ার পথে হেলিপ্যাডে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি

আপডেট সময় ০৭:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

 

কেরালার শবরীমালায় সফরের সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে তার হেলিকপ্টার অবতরণের সময় কংক্রিট হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে, যার ফলে হেলিকপ্টারটি সাময়িকভাবে ভারসাম্য হারায়।

ঘটনাটি ঘটে কেরালার প্রমাদম এলাকার রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে। মূলত নীলাক্কাল এলাকায় রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণের কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে পরিবর্তন করে স্টেডিয়ামের নবনির্মিত হেলিপ্যাড বেছে নেওয়া হয়। রাতারাতি নির্মাণ করা হয় সেই অবতরণস্থল।

অবতরণের সময় হেলিকপ্টারের চাকা হেলিপ্যাডের একটি দুর্বল অংশে আটকে যায়, এবং অতিরিক্ত ভারে কংক্রিটের ওই অংশ ভেঙে পড়ে। হেলিকপ্টারটি সামান্য কাত হয়ে পড়লেও, রাষ্ট্রপতি নিরাপদেই ছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল এবং নিরাপত্তাকর্মীরা তৎপর হয়ে হেলিকপ্টারটিকে গর্ত থেকে সরিয়ে আনেন।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, এই ঘটনায় হেলিকপ্টারে সামান্য ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে, হেলিপ্যাডের কংক্রিট সম্পূর্ণভাবে শক্ত হয়ে ওঠেনি, যার ফলে চাকা বসে গিয়ে মাটি দেবে যায়। একটি স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তা কর্মীরা হাত দিয়ে ঠেলে হেলিকপ্টারের চাকা গর্ত থেকে বের করছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সফরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে শেষ মুহূর্তে তৈরি করা হেলিপ্যাড রাষ্ট্রপতির মতো উচ্চপদস্থ ব্যক্তির জন্য কতটা নিরাপদ ছিল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্রের খবর, রাষ্ট্রপতির দফতর ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাইতে পারে।

দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।