ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক Logo যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট Logo বিএনপি সরকার হলে খেলোয়াড়দের জন্য ভাতা ও পেনশন চালুর প্রতিশ্রুতি দিলেন দুলু Logo ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বৈধতা পেল ইসির আপিলে Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে

শিক্ষার্থীদের কাছে ধারালো বস্তু ছিল, আহত হয়েছে পুলিশ: রমনা ডিসি

নিজস্ব সংবাদ :

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা শহরের শাহবাগ ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও পুলিশ—উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম দাবি করেছেন, বিক্ষোভকারীদের কাছে ‘হেক্সা চাকু’ ধরনের কিছু ছিল, যা দিয়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শাহবাগের মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগের সৃষ্টি করছিল শিক্ষার্থীরা। তারপরও আমরা তাদের সরাসরি কিছু বলিনি বা হঠিয়ে দেইনি।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছিল এবং ইতোমধ্যেই একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, যা আন্দোলনকারীরা চাচ্ছিলেন। বিক্ষোভকারীদের নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে আধা ঘণ্টার মধ্যে অবস্থান শেষ করার কথা ছিল। তবে হঠাৎ করেই তারা ইন্টারকন্টিনেন্টালের দিকের মোড়ে এগিয়ে যায় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে।

ডিসি মাসুদ বলেন, “তারা যমুনা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে আমরা পরিস্থিতি শান্তভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় জলকামান ব্যবহার করতে হয়। ইটপাটকেল ছোড়া হয়েছে, এবং ধারালো কিছু বস্তু থাকার কারণে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছে।”

সংঘর্ষে নিজেও উপস্থিত ছিলেন বলে জানান ডিসি। তিনি বলেন, “তারা সামনের সারি থেকে আক্রমণ চালিয়েছে, পেছন থেকেও ঢিল ছোড়া হয়েছে। যদিও তাদের মধ্য থেকেও অনেকে পরিস্থিতি সমাধানের চেষ্টা করেছেন এবং আহত হয়েছেন। তবে এখনই সঠিকভাবে আহতের সংখ্যা বলা সম্ভব নয়, অনেকে হাসপাতালে, কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।”

নিরাপত্তা ইস্যুতে তিনি আরও বলেন, “যদি আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসায় পৌঁছে যায়, তাহলে পুলিশের আর কিছু করণীয় থাকে না। এ অবস্থায় রাষ্ট্র বা সরকারই প্রশ্ন তুলবে আমাদের দায়িত্ব নিয়ে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
২৩৭ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের কাছে ধারালো বস্তু ছিল, আহত হয়েছে পুলিশ: রমনা ডিসি

আপডেট সময় ০৭:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা শহরের শাহবাগ ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও পুলিশ—উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম দাবি করেছেন, বিক্ষোভকারীদের কাছে ‘হেক্সা চাকু’ ধরনের কিছু ছিল, যা দিয়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শাহবাগের মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগের সৃষ্টি করছিল শিক্ষার্থীরা। তারপরও আমরা তাদের সরাসরি কিছু বলিনি বা হঠিয়ে দেইনি।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছিল এবং ইতোমধ্যেই একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, যা আন্দোলনকারীরা চাচ্ছিলেন। বিক্ষোভকারীদের নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে আধা ঘণ্টার মধ্যে অবস্থান শেষ করার কথা ছিল। তবে হঠাৎ করেই তারা ইন্টারকন্টিনেন্টালের দিকের মোড়ে এগিয়ে যায় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে।

ডিসি মাসুদ বলেন, “তারা যমুনা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে আমরা পরিস্থিতি শান্তভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় জলকামান ব্যবহার করতে হয়। ইটপাটকেল ছোড়া হয়েছে, এবং ধারালো কিছু বস্তু থাকার কারণে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছে।”

সংঘর্ষে নিজেও উপস্থিত ছিলেন বলে জানান ডিসি। তিনি বলেন, “তারা সামনের সারি থেকে আক্রমণ চালিয়েছে, পেছন থেকেও ঢিল ছোড়া হয়েছে। যদিও তাদের মধ্য থেকেও অনেকে পরিস্থিতি সমাধানের চেষ্টা করেছেন এবং আহত হয়েছেন। তবে এখনই সঠিকভাবে আহতের সংখ্যা বলা সম্ভব নয়, অনেকে হাসপাতালে, কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।”

নিরাপত্তা ইস্যুতে তিনি আরও বলেন, “যদি আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসায় পৌঁছে যায়, তাহলে পুলিশের আর কিছু করণীয় থাকে না। এ অবস্থায় রাষ্ট্র বা সরকারই প্রশ্ন তুলবে আমাদের দায়িত্ব নিয়ে।”